নিজস্ব প্রতিনিধি:
তিন পার্বত্য জেলা (খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান) কে নিয়ে স্বায়ত্বশাসিত অঞ্চল প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। এর প্রতিবাদে সোমবার (১২ মে) খাগড়াছড়ির শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
এর আগে গত ১০ মে জাতীয় ঐক্যমত কমিশনের কাছে পাহাড়ের অন্যতম সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ-প্রসীত) তিন পার্বত্য জেলায় স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব করেন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মাইকেল চাকমা। এতে পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন্ করার ষড়যন্ত্র প্রকাশ্যে আসে বলে মনে করেন পার্বত্য চট্টগ্রাম গবেষকরা। এর জেরে খাগড়াছড়ির পাশাপাশি তিন পার্বত্য জেলাতেই বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি এবং ইউপিডিএফকে নিষিদ্ধ করে এদের আইনের আওতায় আনার দাবী উঠে। এ ঘটনায় উত্তাপ্ত হয়ে উঠে পাহাড়।
মানববন্ধনে বক্তারা একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের বিস্ময় প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী দল। পাহাড়ে হত্যা, অপহরণ এবং চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত এ সংগঠনটি। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব স্বীকার করে না এমন সন্ত্রাসী সংগঠনের সাথে কোন বৈঠক হতে পারে না। স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব সংবিধান পরিপন্থী ও দেশদ্রোহীতার শামিল।
সমাবেশে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাত হোসেন কায়েস, খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম ও যুগ্ন সম্পাদক আব্দুস সালাম প্রমূখ।
মানববন্ধন থেকে মাইকেল চাকমার সংবিধান বিরোধী বক্তব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়া ও আগামীতে যেকোনো বিচ্ছিন্নতামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করা হয়।