1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
অভিনব পদ্ধতিতে ফার্নিচারের গাড়িতে করে খাগড়াছড়িতে ঢোকার চেষ্টা - আলোকিত খাগড়াছড়ি

অভিনব পদ্ধতিতে ফার্নিচারের গাড়িতে করে খাগড়াছড়িতে ঢোকার চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে এবার খাগড়াছড়িতে ঢুকতে এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছে ১৮ জন জনসাধারণ। তারা ফার্নিচারের গাড়িতে করে আসবাবপত্রের ভিতরে করে খাগড়াছড়ি যাওয়ার চেষ্টা করেছে।
কিন্তু বাদসাধে গুইমারা সাব জোন কর্তৃক সেনা রিজিয়নের চেক পোস্টের তল্লাশীতে। গুইমারা সাব জোনের জোন কমান্ডার মেজর জুনাইদ বিন কবিরের নেতৃত্বে ফার্নিচারের গাড়ি তল্লাশী করলে গাড়ির ভিতর থেকে বেড়িয়ে আসে মানুষ। একে একে ১৮ জন বের হয়। এদের মধ্যে ৭ জন মহিলা এবং ১১জন পুরুষ। এ ঘটনায় হতচকিত হয়ে যায় সবাই।
রবিবার দিবাগত রাত ১২ টার দিকে গুইমারা সেনা রিজিয়নের তল্লাশী চেক পোস্টে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, ভিতরে কিছু ফার্নিচার রেখে উপরে পলিথিন জাতীয় কাগজ দিয়ে মোড়ানো ছিল গাড়িটি। গাড়িটি চেক পোস্টের সামনে আসলে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গাড়িটি তল্লাশী করে ১৮ জন মানুষকে উদ্ধার করা হয়। যারা লুকিয়ে খাগড়াছড়িতে ঢুকার চেষ্টা করেছিল। ট্রাকে থাকা লোকজন কুমিল্লা ইপিজেড এলাকা থেকে আসার কথা বললেও চালক বলেছেন তিনি ঢাকা থেকে এসেছেন। ঠিক তারা কোথা থেকে এসেছেন তা জানতে চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ জানান, এরা যেখান থেকে এসেছে আবার সেখানে চলে যেতে হবে। এদের অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। খাগড়াছড়িতে ঢুকা এবং বাহির হওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। এদের খাগড়াছড়িতে ঢুকতে দেওয়া হবেনা। এদের মধ্যে জেলা সদর, মহালছড়ি, দীঘিনালা এবং পানছড়ির বাসিন্দা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ