1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরোর মহাপ্রয়াণে খাপাজেপ চেয়ারম্যানে’র শোক - আলোকিত খাগড়াছড়ি

বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরোর মহাপ্রয়াণে খাপাজেপ চেয়ারম্যানে’র শোক

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
  • ৩৩০ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তিঃ
দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা, শোয়েয়াংগ্য গইং বাংলাদেশ এর সবোর্চ্চ গুরু, বান্দরবান খিয়ং ওয়া কিয়াং রাজবিহার  এর অধ্যক্ষ ও বিশ^ নন্দিত বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ উ পঞ্ঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে)-এর মহাপ্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে তিনি আরও বলেন, বুদ্ধ শাসনের ধারক ও বাহক, বাংলাদেশের সদ্ধর্মের পুনঃজাগরণের প্রতীক শ্রীমৎ উ পঞ্ ঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে)-এর মহা প্রয়াণে বৌদ্ধ সমাজে অপূরণীয় ক্ষতি হলো। বার্মিজ সরকার কর্তৃক মহা সদ্ধম্ম জ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত এ মহান আলোকপুরুষের পরলৌকিক আত্মার সদগতি ও নির্বাণ সুখ লাভের কামনায় বিনম্র চিত্তে প্রার্থনা করছি।
উল্লেখ্য, ১০ এপ্রিল,২০২০, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।  আজ ১৩ এপ্রিল ২০২০, সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় লাইফ সাপোর্ট খোলা হয়। প্রয়াণকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ