1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে প্রবেশ রুখতে কঠোর হলো প্রশাসন; কেউ আসলে তাকে ফেরত যেতে হবে - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে প্রবেশ রুখতে কঠোর হলো প্রশাসন; কেউ আসলে তাকে ফেরত যেতে হবে

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাস থেকে খাগড়াছড়ি জেলাকে সুরক্ষার স্বার্থে জেলা কমিটির সিদ্ধান্তে ১১ এপ্রিল জেলায় বাহির-প্রবেশ নিষিদ্ধ করেছিল জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জনসাধারণের অনুপ্রবেশ ঠেকানো যায়নি। নিষেধাজ্ঞা জারির পরও প্রায় ৮শতাধিক জনসাধারণ খাগড়াছড়িতে প্রবেশ করেছে। এতে জেলা প্রশাসনের গাফলতিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তুমুল আলোচনা-সমালোচনার ঝড়।
এদিকে আজ বুধবার (১৫ এপ্রিল) খাগড়াছড়ি শহরের প্রবেশ পথ মানিকছড়ির চেক পোস্টে দেখা গেছে ভিন্ন চিত্র। খাগড়াছড়িতে প্রবেশের জন্য সেখানে অপেক্ষায় রয়েছে শত শত জনসাধারণ। তারা চট্রগ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে এখানে এসে জড়ো হয়েছে।
করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা থাকা সত্ত্বেও সামাজিক দূরত্ব বজায় না রেখে পাশাপাশি দাড়িয়ে নাম নিবন্ধন করতে দেখা গেছে তাদের। আর তাদের এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা ও সমালোচনার ঝড় বইছে জেলার সর্বত্র। এমন প্রেক্ষিতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রশাসন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস আলোকিত খাগড়াছড়িকে  জানান, খাগড়াছড়ি জেলার তিনটি প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। বাইরের জেলা থেকে কেউ আসলে তাকে ফেরত যেতে হবে।
তিনি আরও বলেন, এতোদিন স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় প্রবেশকারীদের দেয়া হয়েছিল কিন্তু তারা তাদের যথাযথভাবে হোম কোয়ারেন্টিনে রাখতে পারেনি। তাই জেলা কমিটির জরুরী সিদ্ধান্তে সকল প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে এবং কেউ যেন কোনভাবে প্রবেশ করতে না পারে সেজন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। আর এ সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য সেনাবাহিনী ও পুলিশের সহযোগীতা চেয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ