শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা এক রোগীর অবস্থার অবনতি হওয়ায় চট্রগ্রাম করোনা ইউনিটে প্রেরন করা হয়েছে।
করোনার উপস্বর্গ নিয়ে ১৫ এপ্রিল সকালে ১৮ বছর বয়সি মুদি দোকানি রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার শরীলে করোনার উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইসোলেশনে রাখা হয়।
১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় এম্বুলেন্স যোগে চট্রগ্রাম করোনা ইউনিটে পাঠানো হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বিষয়টি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ ইফতেখার আহম্মেদ বলেন, রোগীর শরীরে করোনার উপসর্গের ব্যাপক উপস্থিত রয়েছে। আমরা তার নমুনা সংগ্রহ করে চট্রগ্রামে প্রেরন করেছি। রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রোগীর বাড়ি ও আশপাশের বাড়ির সব পরিবারকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে এছাড়া দুইটি প্রাইভেট ক্লিনিক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে রোগীর রিপোর্ট আশার আগ পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে।