শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম খোতেজা বেগম (৪২)। তিনি পাড়াকর্মী ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর গবামারায় এলাকায় নিজ ঘরে বজ্রপাত হলে পাড়াকর্মী খোতেজা বেগম(৪২) মারা যায়।
এলাকাবাসী জানায় বজ্রপাতে নিহত খোতেজা বেগম টেকসই সামাকিজ সেবা প্রদান প্রকল্পের আওতায় পাড়াকর্মী হিসাবে গবামারায় কাজ করতে।
নিহতের স্বামী নুর মোহাম্মদ জানান, পরিবারের সকল সদস্য ঘরে বসা অবস্থায় হঠাৎ বজ্রপাত ঘটলে অচেতন অবস্থায় সঙ্গে সঙ্গে তাকে মানিকছড়ি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষন করেন।
মানিকছড়ি থানার ওসি মোঃ আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত খাগড়াছড়িকে বলেন, আজ সকাল ১১ টা ৫০ মিনিটে মানিকছড়ি উপজেলার গবামারা এলাকায় খোতেজা বেগম (৪২) নামে একজন মহিলা মারা গেছেন। আমরা ঘটনাস্থলে গিয়েছি। বজ্রপাতের সাথে সাথেই ঐ মহিলা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।