মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রানঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর এ করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে দেশ। আর এ মহামারীতে বিপাকে পড়েছে অসহায়-দিনমজুর। এসব কর্মহীনদের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইউপিডিএফ-গনতান্ত্রিক।
শুক্রবার (১৭ এপ্রিল) দিনভর মাটিরাঙ্গার বান্দরশিং পাড়া, বগাপাড়া, স্বর্বেশ্বর পাড়া, মনোদাস পাড়া ও আচলং মগ পাড়া শতাধিক কর্মহীন পাহাড়ি-বাঙ্গালি হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তৈল, পেয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করে সংগঠনটির উপজেলা সমন্বয়ক সুলেন চাকমা।
ইউপিডডিএফ-গনতান্ত্রিক এর সমন্বয়কারী সুলেন চাকমা বলেন, ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখেই আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছে। এ দুযোর্গ শেষ না হওয়া পর্যন্ত স্থানীয় নেতৃবৃন্দ বিপন্ন মানুষের পাশে থাকবে বলেও জানান তিনি।