1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন - আলোকিত খাগড়াছড়ি

ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ২৩৩ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

ত্রাণ বিতরণ কার্যক্রমে কোন ধরনের অনিয়মকে ছাড় দেয়া হবে না উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে সরকারের ত্রাণসামগ্রী বিতরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। এছাড়াও উক্ত পরিস্থিতি মোকাবেলায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন,টিসিবির নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিক্রয় ও মোবাইল কোর্ট পরিচালনাসহ সচেতনতামুলক নানা কর্মসূচী চলমান রয়েছে।

শনিবার ১৮ এপ্রিল সকালে মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নসহ একযোগে সকল ইউনিয়ন ও পৌরসভায় ছয় হাজার পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণের কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি প্রতিটি ইউনিয়নে শিশুখাদ্য বিতরণের জন্য চেয়ারম্যানদের নিকট ২৮ হাজার ৫০০ টাকা করে হস্তান্তর করেন।

ত্রান বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন  মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এস এম রুবাইয়াত তানিম,সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ