মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির জেলার মহালছড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এলাকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২০ এপ্রিল (সোমবার) মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ২০১৯/২০২০ অর্থবছরে হরিপ/১/২০২০-২০২১ মৈাসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মহালছড়ি উপজেলার ৫০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় প্রতিজন কৃষককে ২০ কেজি বিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার এবং ৫ কেজি করে বীজ বিনামূল্যে বিতরণ করা হয় ।
এই সময় কৃষি উপকরণ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, রেটিনা চাকমা, উপ সহকারী কৃষি ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নূর মোহাম্মদ রসূল, তৃপ্তিকর চাকমা, অংচিনু মারমা ও অন্যান্যর।