বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রেখে চা বিক্রি করায় বনফুল নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
২০ এপ্রিল সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু পরিচালিত মোবাইল কোর্ট এই জরিমানা ও শাস্তির আদেশ প্রদান করেন।
এসময় বনফুলের মালিক মোঃ জাকারিয়া জরিমানার ১০ হাজার টাকা নগদ পরিশোধ করলে ১৫ দিনের জেল মওকুফ করে প্রসিকিওশন দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু।
এছাড়াও অকারনে রাস্তায় বের হওয়ায় ৪ মোটর সাইকেল চালককে ২ শত টাকা করে ৮ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, উপজেলা প্রশাসনের নিয়মিত কাজের চলমান অভিযানের অংশ এটি। যারাই সরকারী আদেশ অমান্য করবে তারাই আইনের আওতায় আসবে।