1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাঘাইছড়ি আর্যপুর বনবিহারে চুরি করতে গিয়ে আটক দীঘিনালার যুবক - আলোকিত খাগড়াছড়ি

বাঘাইছড়ি আর্যপুর বনবিহারে চুরি করতে গিয়ে আটক দীঘিনালার যুবক

  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ২৪৮ বার পড়া হয়েছে
বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে রাতের অন্ধকারে আর্যপুর বনবিহারের দানবাক্সের টাকা চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে গনধোলাইয়ের শিকার হয়েছে  রিপন চাকমা নামে এক পাহাড়ী যুবক।
সে দীঘিনালা মেরং এলাকার বাসিন্দা চিবেচোগা রবিন চাকমার ছেলে বলে জানিয়েছে স্থানীয় এক ইউপি সদস্য । সে সিজুগ বটতলা গ্রামে ননাক্কো চাকমার বাসায় গরু রাখালের কাজ করত।
২১ এপ্রিল মঙ্গলবার রাত ১১ ঘটিকায় উপজেলার পাহাড়িদের সর্ব বিহৎ বনবিহার আর্যপুরের দানবাক্সে রক্ষিত টাকা চুরি করতে গেলে বিহারের ভান্তেদের নজরে আসলে এলাকাবাসীর সহায়তায় তাকে আটক করা হয়। এসময় উত্তেজিত জনতা তাকে গনধোলাই দিয়ে আটক করে। স্থানীয় ভাবে সালিশের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করে বাঘাইছড়ি ইউপির  এক সদস্য।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ