1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারা সাবজোন কমান্ডারের নেতৃত্বে রামগড়ে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারা সাবজোন কমান্ডারের নেতৃত্বে রামগড়ে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২০
  • ১৪১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
সিন্দুকছড়ি জোনের গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির এর নেতৃত্বে রামগড় উপজেলার বিভিন্ন এলাকার গরীব দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত অসহায় দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও এলাকার সকলের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করে সমস্ত ধরনের জনসমাগম থেকে সকলকে বিরত থাকতে বলা হয়। এছাড়াও সামাজিক দূরত্ব নিশ্চিত করণে প্রয়োজনে যারা বাইরে ঘোরাঘুরি করছেন তাদেরকেও সচেতন করা হয়। একই সাথে আদেশ অমান্যকারী দোকান এবং ব্যক্তিবর্গ কে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য হস্তান্তর করা হয়।
গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির বলেন, “যেহেতু সন্ধ্যা ৬টার পর সমস্ত দোকানপাট এবং মানুষজনের চলাচল সম্পূর্ণ নিষেধ তাই সন্ধ্যার পরে নিতান্তই দুস্থ এবং গরিবদের আরো অসহায়ত্বের শিকার হতে হয়। তারই প্রেক্ষিতে গুইমারা সাবজোন থেকে সন্ধ্যার পরে এবং রাত অবধি অত্যন্ত দুস্থ গরিব দের নির্বাচন করে তাদের বাসায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এই সমস্ত খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আটা, সাবান, আলু এবং পেঁয়াজ ছিল।
এসময় তিনি আরও বলেন, ঘরবন্দী মানুষের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট সাদ, রামগড় উপজেলার এসিল্যান্ড সজীব কান্তি রুদ্র এবং ওসি বদরুদ্দোজা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ