কাপ্তাই প্রতিনিধিঃ
প্রচন্ড ঝড়ে গাছ ভেঙে ৩৩ হাজার ভোল্টের তারের উপরে পড়ার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছে ৫টি পরিবার। সেখানে বৈদ্যুতিক পিলার না থাকলে ভেঙে যাওয়া গাছটি বাড়িতে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।
গত ১৬ এপ্রিল আনুমানিক ভোর ৫টায় প্রচন্ড ঝড় বাতাসে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বারঘোনিয়া ফরেস্ট বিট এলাকায় বড় আকৃতির একটা আকাশি গাছ গোড়া থেকে ভেঙ্গে গিয়ে ৩৩ হাজার ভোল্টের লাইনের উপর উপরে পড়ে ঝুলে থাকে। আর সে ঝুলে থাকা পিলারের নিচে বসবাস করতো ৫ টি পরিবার।
বিদ্যুৎ লাইন যদি গাছ না আটকাতো তাহলে কমপক্ষে ৫ টি পরিবার গাছের তলায় পিষে যেত।
এ ব্যাপারে স্থানীয় হাসেম মেম্বারের সাথে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, বিদ্যুৎ লাইনে গাছটি না আটকালে বড় ধরনের বিপদের আশংখা ছিল। কাপ্তাই সদর ফরেস্ট এর গাফিলতির কারনে এই দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল।
সদর ফরেস্ট কাপ্তাই এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব এর সাথে কথা হলে তিনি ইহার সত্যতা স্বীকার করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহম্মেদ রাসেল বলেন, যে কাপ্তাই আবাসিক প্রকৌশলীকে ঝঁকিপূর্ন গাছ গুলো চিহ্নিত করার জন্য পরামর্শ দিয়েছি।