1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন ও ত্রাণ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

গুইমারা রিজিয়ন কমান্ডার কর্তৃক ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন ও ত্রাণ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৫২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে রামগড়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি রামগড় ভ্রাম্যমাণ আদালত পরিদর্শনে বের হন।
ভ্রাম্যমান আদালত পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার জামান আদালত নেতৃত্বদানকারী গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির, রামগড় এসিল্যান্ড সজীব কান্তি রুদ্র এবং ওসি শামসুল আলমকে পরামর্শ প্রদান করেন।
পরবর্তীতে তিনি রামগড় মহামনি সোনাইপুল অঞ্চলে অত্যন্ত দুস্থ এবং গরীবদের মাঝে বাসায় গিয়ে ত্রাণ বিতরণ করেন।
রিজিয়ন কমান্ডার বলেন, কোভিড ১৯ এর কারণে লক ডাউন এ থাকা অসহায় দরিদ্র মানুষের সাথে আছে গুইমারা রিজিয়ন সেনা সদস্যরা। তারা নিয়মিত এ ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখে যাবে।
এ সময় গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনাইদ বিন কবির, মেজর মইনুল ইসলাম লেফটেন্যান্ট সাদ, এসিল্যান্ড সজিব কাঞ্চি রুদ্র উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ