1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়ি কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়ি কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ১৪০ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২৮ এপ্রিল (মঙ্গলবার) উপজেলার কৃষি অফিস প্রাঙ্গনে ২৮০ জন কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ প্রদান করা হয়।
এছাড়াও রাজস্ব খাত ও এনএটিপি (NATP) প্রকল্পের আওতায় ১০ জন কৃষকদের মাঝে আউশ ধানের বীজ, সার ও বালাইনাশক সহায়তা প্রদান করা হয়।
বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ রসুল, ইয়াসমিন আক্তার, অংচিনু মারমা, প্রবীর রঞ্জন দেওয়ান।
এই সময় কৃষি কর্মকর্তা রেটিনা চাকমা সকল কৃষকদের উদ্দেশ্য বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় আউশ, জুম আউশ ও শাক-সবজির আবাদ বৃদ্ধি করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসারে প্রত্যেক ইঞ্চি জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ