শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তনয় তালুকদার জানান, করোনায় আক্রান্ত পোশাক শ্রমিক ১৮ এপ্রিল থেকে দীঘিনালার ক্যামুক্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ছিলেন। কয়েকদিন আগে তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হলে পরীক্ষায় করোনায় পজিটিভ আসে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ জানান, বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জনকে ওই কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যদের সংক্রমণ হয়েছে কিনা তাও পরীক্ষা করে দেখা হবে।