1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির দীঘিনালায় করোনা আক্রান্ত রোগীসহ ২জন আইসোলেশনে - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ির দীঘিনালায় করোনা আক্রান্ত রোগীসহ ২জন আইসোলেশনে

  • প্রকাশিতঃ শনিবার, ২ মে, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালায় করোনায় আক্রান্ত এরসাদ চাকমা (৩৫) কে আইসোলেসনে আনা হয়েছে। সাথে সাথে তার স্ত্রী পূর্ণা চাকমা (৩০) কেও আইসোলেশনে রাখা হয়েছে। শুক্রবার (১লা মে) রাত ৮টার দিকে দীঘিনালা স্টেশন সংলগ্ন আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষিত হোটেল ইউনিটিতে তাদের রাখা হয়।

জানা যায়, করোনা আক্রান্ত এরসাদ চাকমা (৩৫) গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন। তিনি আদমজি অনন্ত ওয়াসিং (সুইটার তৈরি) গার্মেন্টস চাকুরি করতেন। তবে তিনি খাগড়াছড়ি প্রবেশের সময় কুমিল্লা থেকে এসেছেন বলে তথ্য গোপন করেন।

এরপর স্বেচ্ছাসেবী সাংবাদিক পলাশ বড়ুয়াসহ অন্যান্যদের অনুরোধে গত ২২ এপ্রিল উপজেলা স্বাস্থ্য বিভাগ তাঁর নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম পাঠায়। এরপর ২৯ এপ্রিল তার নমুনায় করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর আগে বহিরাগতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করে দীঘিনালা সেনা জোন।

সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত এরসাদ চাকমার কোন উপসর্গ ছিল না। তিনি প্রথমে আমাদের কাছে তথ্য গোপন করেছিলেন। এরপর তিনি নারায়ণগঞ্জ ফেরত জানতে পেরে আমরা তাকে সন্দেহ করেই নমুনা সংগ্রহ করার উদ্যোগ নেই। আর এরপর এরসাদ চাকমার নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার বলেন, এরসাদ চাকমা এবং তার স্ত্রী এই দুইজনকে আলাদা আলাদা কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেসনে থাকা ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দীঘিনালা জোনের সহায়তায় চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এদের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রিক ব্যবস্থাপনা দেখবাল করছেন উপজেলা চেয়ারম্যান হাজী মোঃ কাশেম।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ