শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদূর্ভাবে লকডাউনে থাকা খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন লংগদু সেনা জোনের সেনা সদস্যরা নিজেদের জন্য বরাদ্দ হওয়া খাদ্য বাঁচিয়ে পাহাড়ী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে।
রবিবার (৩ মে) প্রচন্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে লংগদু উপজেলার করল্যাছড়ি, বামে লংগদু, দুরছড়ি, মাহেলা, হরকুমার কার্বারী পাড়াসহ ১০টি দুর্গম এলাকার ৪৫০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৪ কেজি আটা, ২ কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হুইল সাবান ২ প্যাকেট বিতরণ করা হয়।
এ সময় লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিরাজ হায়দার চৌধুরী, জোন উপ-অধিনায়ক মেজর একেএম মাহমুদুল হাসান, করল্যাছড়ি সাব জোন কমান্ডার মেজর মাহমুদুল হাসান, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন রেজোয়ানসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিরাজ হায়দার চৌধুরী বলেন, লকডাউনে থাকা পাহাড়ী জনগণের খাদ্যাভাব দূর করতে লংগদু সেনা জোন নিয়মিত অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এ ত্রাণ মূলত আমাদের সেনা সদস্যদের জন্য বরাদ্দ হওয়া খাদ্যসামগ্রী থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণ কার্যত্রুমের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে বিভিন্ন সচেতনতামূলক কার্যত্রুম অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চললে নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবার ও সমাজকে নিরাপদ রাখা সম্ভব। সবাইকে সরকারের দেয়া স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, দূর্গম এলাকার অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের কার্যত্রুম অব্যহত রাখবে।