গুইমারা প্রতিনিধিঃ
মহামারি কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট গুইমারা উপজেলা ইউনিট খাগড়াছড়ি ব্রাঞ্চ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো মসজিদ মন্দিরে জীবানুনাশক স্প্রে করে, লিফলেটের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, বাড়ি বাড়ি গিয়ে ক্ষুদার্ত মানুষের মুখে আহার তুলে দেয়া, বা রাস্তায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে গাড়িতে জীবানুনাশক স্প্রে করা।
তারই ধারাবাহিকতায় সোমবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে ৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নিরাপত্তা মাক্স প্রদান করা হয়েছে।
সোমবার সকাল দশটায় গুইমারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রেডক্রিসেন্ট এর যুব প্রধান মাইনউদ্দিন বাবলুর সভাপতিত্বে ফুড প্যাকেজ ও নিরাপত্তা মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
এ সময় পাজেপ চেয়ারম্যান যুব রেডক্রিসেন্ট এর ভূয়সী প্রশংসা করে বলেন, যুব রেডক্রিসেন্ট এর কার্যক্রম সত্যি প্রশংসনীয়। করোনা মোকাবিলায় সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা গরিব, দু:খি, ও মেহনতি মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
ফুড প্যাকেজ ও নিরাপত্তা সামগ্রী প্রদান কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহি অফিসার তুষার আহমেদ, রেডক্রিসেন্ট এর আজীবন সদস্য ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, আজীবন সদস্য পলাশ চৌধুরী, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগ প্রধান আনন্দ সৌম, উপ যুব প্রধান ওমর ফারুক আকাশ সহ ইউনিটের সকল আরসিওয়াই বৃন্দ।