শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
মাটিরাঙ্গা প্রতিনিধি:
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থানীয়ভাবে খাদ্য সংকট ও জনদুর্ভোগ ঠেকাতে মাটিরাঙ্গায় ২৩টি গুচ্ছগ্রামের রেশন বিতরণে প্রকৃত কার্ডধারীদের মাঝে বিতরণ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দগণ সহমত হয়েছেন।
উক্ত বিষয়টি বিবেচনায় রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসক স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ পূর্বক (এপ্রিল,মে,জুন) মাসের রেশন অগ্রিম বরাদ্দ দেন।
বুধবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষন কান্তি দাশ উপজেলা প্রশাসনের ফেজবুক পেজে ২মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিউ বার্তায় বলেন, বরাদ্দকৃত (এপ্রিল,মে,জুন) মাসের রেশন প্রকৃত কার্ডধারিদের দেয়া হবে এতে কোন ধরণের অনিয়ম বা ব্যাত্যয় ঘটবে না। যদি হয় তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে ভিডিউ বার্তায় উল্লেখ করেন তিনি।
করোনা ভাইরাস সংক্রম ঠেকাতে সাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি আরো বলেন, নিজেদের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে ঘরে থাকুন। অকারণে বের হতেও নিষেধ করেন তিনি।
ইতিমধ্যে মাটিরাঙ্গা উপজেল নির্বাহী অফিসারের ভিডিউ বার্তাটি ভাইরাল হয়। এতে কার্ডধারী ও সকল মহলের কাছে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। জানা যায়,অনেক অসহায় কার্ডধারী তাঁকে দোয়া করছেন। সচেতন মহল এটিকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন।