1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা পরিস্থিতিতে মহালছড়ি স্বাস্থ্য বিভাগের কার্যক্রম প্রাণে সঞ্চার জাগিয়েছে - আলোকিত খাগড়াছড়ি

করোনা পরিস্থিতিতে মহালছড়ি স্বাস্থ্য বিভাগের কার্যক্রম প্রাণে সঞ্চার জাগিয়েছে

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৮৪ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে কমিউনিটি পর্যায় থেকে শুরু করে সমগ্র উপজেলায় করোনার সংক্রমণ ও বিস্তার চিহ্নিত করতে একদল দক্ষ চিকিৎসা ও প্রযুক্তিবিদ দ্বারা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে মহালছড়ি স্বাস্থ্য বিভাগ। ঝর-বৃষ্টি-রোদ উপেক্ষা করে দূর্গম এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে সন্দহভাজন ব্যক্তিদের নমুনা পরীক্ষার জন্য SWAB সংগ্রহ ও কোভিড-১৯ পরীক্ষার জন্য বিআইটিআইডি, চট্টগ্রাম প্রেরণ করে যাচ্ছে নিয়মিত ভাবে এবং এ সংখ্যা শত পেরিয়ে অদ্যবধি ১০৩ জনের নমুনা সংগ্রহ ও প্রেরণ করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা গেছে।
এ কার্যক্রমের মাধ্যমে জানা যায় করোনা সংক্রমণের বাস্তব চিত্র। ১০৩ জনের মধ্যে গত ১৩ মে রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত মাত্র ২ জনের শরীরে করোনা সংক্রমণের তথ্য পাওয়া যায়। এরা হলেন, ঢাকা থেকে আসা মনাটেক গ্রামের গার্মেন্টস কর্মী নেপচুন চাকমা(২৪) এবং কায়াংঘাট ইউনিয়নের গুচ্ছ গ্রামের বাসিন্দা আলেয়া বেগম (৫৫)।
গত ১৪ মে তাদের থেকে ২য় দফা নমুনা সংগ্রহ করা হলে ২ দিন পর অর্থাৎ ১৬মে রিপোর্টে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ আসে এবং ৩য় দফায় আবারও পরীক্ষার জন্য নমুনা প্রেরণ করা হয়, তবে এ রেজাল্ট এখনো হাতে আসেনি। রিপোর্ট আসলে তৎক্ষনাৎ জানানো হবে এবং ৩য় দফার রিপোর্ট নেগেটিভ আসলে WHO গাইড লাইন অনুযায়ী তারা কোভিড-১৯ সংক্রমণ মুক্ত হবেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া ফোকাল পারসন সুরেশ চাকমা।
এদিকে ১ম পর্যায়ে কোভিড-১৯ পজিটিভ ধরা পরা আলেয়া বেগম হাসপাতালে গত ৫ মে ভর্তি থাকায় হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্স সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মনে কিছুটা আতংক ও উদ্বেগের বিষয় সৃষ্টি হয়। এতে ডাক্তার, নার্সসহ প্রায় ১৪ জন কর্মকর্তা/কর্মচারি কোয়ারেন্টাইন বনে যান এবং উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: ধনিষ্টা চাকমাসহ অন্যান্য প্রায় সকল কর্মকর্তা-কর্মচারি স্বেচ্চায় কোভিড-১৯ পরীক্ষার নমুনা প্রদান করেন এবং গত ১৭ এবং ১৮ তারিখ পর্যায়ক্রমে ল্যাব পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় কর্মকর্তা-কর্মচারিদের মনে স্বস্থির নিশ্বাস ফিরে এসেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ