অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য ‘এক মিনিটের ঈদ বাজার’ নামে ভিন্নধর্মী সেবার আয়োজন করেছে গুইমারা সেনা রিজিয়ন।
জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও চট্রগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান-এর নির্দেশনায় শুক্রবার (২২ মে) গুইমারা সেনা রিজিয়ন ও সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃক গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের জন্য ‘১ মিনিটের ঈদ বাজার’ নামে এই ভিন্নধর্মী সেবার আয়োজন করা হয়। এই ১ মিনিটের ঈদ বাজারে চাল, আটা, সেমাই, সুজি, লবন, চিনি, ছোলা, নুডলস এবং বস্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।
শুক্রবার (২২ মে) গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় মাঠে ‘১ মিনিটের ঈদ বাজার” উদ্বোধন করেন গুইমারা সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহরিয়ার জামান।
এসময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ কাউছার জাহান, গুইমারা সাবজোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির সহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গুইমারা সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং সিন্দুকছড়ি সেনা জোনের ব্যবস্থাপনায় এ ১ মিনিটের ঈদ বাজার পরিচালিত হয়।
গুইমারা সেনা রিজিয়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা জানান যে, এলাকার ১০০ জন অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে এসব খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে। এটি কোন ত্রাণ নয় বরং এটি একটি সেবা’। পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনের পাশাপাশি তাদের এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয় রিজিয়নের পক্ষ থেকে।