1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কাপ্তাই রিভার ভিউ পার্কে নেই কোন কোলাহল - আলোকিত খাগড়াছড়ি

কাপ্তাই রিভার ভিউ পার্কে নেই কোন কোলাহল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে
কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙ্গামাটি জেলার কাপ্তাই জল বিদ্যুৎ সংলগ্ন বিনোদনের এক মাত্র পার্কটি বিনোদন বিহীন হয়ে আছে এই ঈদের সময়েও।কোভিড ১৯ এর সংক্রমন রোধে সরকারী নির্দেশনা মেনে সকলে এখন ঘরে অবস্থান করছে।
এক সময় এই পার্কের স্থানটি ছিল নেশা খোরদের অভয়াশ্রম। সন্ধ্যা হতেই বসে যেত বিশাল আসর। বর্তমানে কৌতুহুলী এক যুবক আকিদ তপু প্রাক্তন ফুটবলার ১৭ পেরা কমান্ডো বগুড়া সেনা বাহিনীর কোচ হিসাবে নিয়োজিত ছিলেন। তিনি এগিয়ে এসেছেন এলাকার পরিবেশ উন্নয়নের মনমানসিকতা নিয়ে।
সাক্ষাৎকারে তিনি জানান, এই পার্ক ভিউ নিয়ে উনার আরও চিন্তা ভাবনা রয়েছে। যেমন অসুস্থ রোগীর জীম এর ব্যবস্থা, কাপ্তাই লক গেইটে মৃত ব্যাক্তির গোসলখানা তৈরি সহ অনেক উন্নয়ন কাজে নিয়েজিত রয়েছেন।
স্থানীয় সিএনবি কামাল লক গেইটের বাসিন্দা জানান, আকিদ তপু এলাকার জনগনের প্রশান্তির জন্য নিজ খরচে বিনোদন এর ব্যবস্থা করে এলাকায় এক আলোড়ন সৃষ্টি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ