1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
কর্ণফুলী পেপার মিলের সোনালী দিন ফিরে কি পাবে আর? - আলোকিত খাগড়াছড়ি

কর্ণফুলী পেপার মিলের সোনালী দিন ফিরে কি পাবে আর?

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ মে, ২০২০
  • ১০৬ বার পড়া হয়েছে
কাপ্তাই প্রতিনিধিঃ
এশিয়ার বিখ্যাত কর্ণফুলীর তীর ঘেষে অবস্থিত কর্ণফুলী পেপার মিল। ১৯৪৭ সালে ব্রিটিশ Walf Slies কোম্পানী এটির ইরেকশানে হাত দেন। ১৯৫১ সালে এই মিলটি উৎপাদনে যায়।
৭০ বৎসরের এই পুরানো মিলটি অতীত ঐতিহ্য থেকে সরে এসেছে। মৃত প্রায় এই মিলটির দৈন্য দশা সম্পর্কে নাম না প্রকাশ করার শর্তে ম্যানেজমেন্টের একজন বলেন ওয়েজেস স্কেলে/ক্যাজুয়েল স্কেলে চাকুরীরতদের সরকার কর্তৃক বেতন ডবল করে দেওয়াতে মিলটি লোকশানে পড়তেছে।
স্থায়ী,অস্থায়ী কর্মকর্তার সংখ্যা প্রায় এক হাজার। কিছুদিন পূর্বেও প্রতি মাসে এই মিলটির লোকশান ছিল ১০ কোটি টাকা। এখন তা নেমে এসেছে দেড় কোটি টাকায়।
এই মিলটিতে ব্লিচিং লিকার তৈরী হচ্ছে যা নিজেদের ক্লিনিং, সুপিং ও ডিটারজেন্ট এর কাজে ব্যবহৃত হচ্ছে আগে যা বাজার থেকে ক্রয় করা হতো।
সিবিএ সমস্যা সম্পর্কে জানতে চাওয়া হলে ম্যানেজমেন্ট জানান বর্তমানে কোন রকম সিবিএ সংকট নাই।
গত ২৪ মে থেকে মিলটির উৎপাদন বন্ধ রয়েছে। এ ব্যাপারে জি এম (উৎপাদন) গোলাম সরোয়ার জানান, ঈদের ছুটির কারনে মিলটি বন্ধ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, এতে কাঁচামালের সংকট রয়েছে।
এ ব্যাপারে এম ডি এম এম কাদের জানান, কাঁচামালের একটা সংকট তৈরী হচ্ছিল। তবে এখন যে পরিমান কাঁচামাল রয়েছে তা দিয়ে কাগজ উৎপাদনে যাওয়া সম্ভব। আগামী ১০ জুন এর মধ্যে পর্যাপ্ত পরিমান কাঁচামাল এসে মিলে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এনসিটিবি(ন্যাশনাল কিউরিকুলাম ফর টেক্সট বুক) বোর্ড কর্তৃক সরকারী নির্দেশনা থাকা শর্তেও কর্ণফুলি পেপার মিল হতে কাগজ ক্রয় না করাতে মিলটি দিন দিন লোকশান গুনতেছে।
জানা যায়, এনসিটিবি বসুন্ধরা, টিকে থেকে কাগজ ক্রয় করছেন। এও জানা যায় আগামী ২ জুন এনসিটিবি এর কাগজ ক্রয়ের টেন্ডার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ