1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় বজ্রপাতে মারা গেল কৃষক - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় বজ্রপাতে মারা গেল কৃষক

  • প্রকাশিতঃ বুধবার, ৩ জুন, ২০২০
  • ১১৭ বার পড়া হয়েছে
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আকস্মিক বজ্রপাতে মো. আদম আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুন ) দুপুরের দিকে মাটিরাঙ্গার গোমতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রত্নাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক।
একই ঘটনায় আদম আলীর জমিতে বাঁধা অবস্থায় একটি গরুও মারা গেছে।
গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন কৃষকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রতিদিনের মত মো. আদম আলী নিজের জমির বীজতলায় কাজ করছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে তিনি জ্ঞান হারালে তাকে প্রত্যক্ষদর্শীরা দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শামসুদ্দীন ভুঁইয়া জানান, বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়। মৃত্যু পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ