উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা তার হাতে ফুলের ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: সুমেন চাকমা, স্যানিটরি ইন্সপেক্টর তৎযিম চাকমা ও মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা।
উপজেলাও প: প: কর্মকর্তা জানান, আজ ২০জুন শনিবার যদিও অত্র উপজেলায় একজনের ফলাফল পজেটিভ এসেছে তা চৌদ্দ দিন অতিবাহিত হয়েছে। সেও সম্পুর্ন সুস্থ এবং নিরাপদ। সূতরাং পানছড়িকে করোনামুক্ত বলা যায়।