1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
করোনা সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী - আলোকিত খাগড়াছড়ি

করোনা সংকট মোকাবিলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২০
  • ৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২২ জুন) দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আদনান কবির এর নেতৃত্বে জোনের আওতাধীন বেতছড়ি পূর্বপাড়া, লক্ষ্মী চন্দ্র কার্বারী পাড়া, নৌকাছড়া,  তারাবুনিয়া এবং সীমানাপাড়া  এলাকায় বসবাসরত ৪০০টি পরিবারের কাছে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
পাহাড়ি অঞ্চলগুলো অত্যন্ত দূর্গম হওয়ায় সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই কাজটিই সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়ন।
এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে চাল, ডাল, আটা, চিনি, সুজি, সেমাই, ডানো গুড়া দুধ, নুডলস এবং লবন ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কাজে তাহারা অত্যন্ত খুশি।
করোনা মহামারীর প্রাক্কালেই জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী। যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বাংলাদেশ সেনাবাহিনী করোনায় কর্মহীনদের পাশে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ