পানছড়িতে পুকুরে বিষ দিয়ে পোনা মাছ নিধন করলো দুর্বৃত্তরা
প্রকাশিতঃ
বুধবার, ১৫ জুলাই, ২০২০
১৬
বার পড়া হয়েছে
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মুসলিমনগর গ্রামে পুকুরে দুর্বৃত্তদের দেওয়া বিষে পানি বিষাক্ত হয়ে দেড় লক্ষ টাকার মাছ নিধন করা হয়েছে।
জানা যায়, উপজেলার মুক্তিযোদ্ধা (মৃত) এ কে এম শহিদুল ইসলামের নামীয় ভূমিতে স্ত্রী ফজিলা ইসলাম মুসলিমনগরস্থ পুকুরে দীর্ঘ দিন যাবৎ মৎস্য চাষ করে আসছিল। আজ বুধবার দুপুরের দিকে ফজিলা ইসলাম পুকুরে গিয়ে মরা পোনা মাছ দেখতে পায়। এ সময় পুকুর পাড়ে বিষ এর শিশি উদ্ধার করা হয়েছে।
ফজিলা ইসলাম এ বিষয়ে পানছড়ি থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করেছে।