1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষ্যে স্মারক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় মুজিব বর্ষ উপলক্ষ্যে স্মারক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৪ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলার বন বিভাগ ও উপজেলা প্রসাসনের যৌথ আয়োজনে স্মারক বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ভবনের পাশে স্মারক বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ।

এসময়,অত্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০,৩২৫টি বিভিন্ন জাতের ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়।

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খাঁন, পৌরসভার মেয়র মো.সামছুল হক একই স্থানে পৃথক ভাবে চারটি বৃক্ষ রোপন করেন।

নান্দিক,অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপন বাধ্যতামুলক বলে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন,প্রাকৃতিক ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের  বিরাট ভুমিকা রয়েছে তেমনি সুষম অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মুজিববর্ষে রোপন করা প্রতিটি গাছ ‘স্মারক বৃক্ষ’ হিসেবে উল্লেখ করে বলেন,মুজিব বর্ষ কে পৃথিবীর বুকে লালিত করতে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিটা বাড়ির আঙ্গিনায় অন্তত ২টি করে বৃক্ষ রোপন করার জন্য বলেন তিনি।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.হুমায়ুন মোর্শেদ খাঁন,পৌরসভার মেয়র মো.সামছুল হক, উপজেলা রেন্জ কর্মকর্তা মো.তারিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ