নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে র্যাব পরিচয়ে মোঃ মাসুদুর রহমান (৩২) নামের এক যুবককে ২৭জুলাই বিকাল সাড়ে ৪টার দিকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে গচ্ছাবিল এলাকার জনৈক মোঃ মোফাজ্জল হোসেন এর ছেলে মোঃ মাসুদুর রহমান(৩২) কাচা তরকারী ব্যবসায়ী।
২৭জুলাই বিকাল ৪টার পর কয়েকজন লোক নিজেদের র্যাব পরিচয় দিয়ে মাসুদুরকে ঘর থেকে ধরে নিয়ে যায়। মাসুদুরের স্ত্রী বলেন, আমার সামনে থেকে আগতরা নিজেদেরকে র্যাব-এর সদস্য পরিচয় দিয়ে তাকে নিয়ে যায়।
এদিকে মাসুদুরকে নিয়ে যাওয়ার খবর জানাজানি হলে জনপদে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চলতে থাকে। পরে এ বিষয়ে জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ আমির হোসেন বলেন, এ বিষয়ে অফিসিয়াল কোন তথ্য পুলিশের কাছে নেই। তবে লোকমূখে বিষয়টি শোনার পর বিভিন্ন স্থানে খবর নিয়ে লোকজনের তথ্যে ছেলেটিকে নিয়ে যাওয়ার বিষয়টি সত্য বলে মনে হচ্ছে। এ বিষয়ে আমরা খবরা-খবর নিচ্ছি।