শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
প্রেসবিজ্ঞপ্তিঃ
খাগড়াছড়ি পৌর ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ জয়নালের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগ।
গতকাল ২৯ জুলাই ২০২০ রাত আনুমিক ৮ ঘটিকার সময় খাগড়াছড়ি চাউল বাজারের পাশে কাপরের দোকানের মালিক খাগড়াছড়ি ৮ নং পৌর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জয়নাল আবেদিনের দোকানে খাগড়াছড়ি শহরের কিছু চিহ্নিত সন্ত্রাসি অতর্কিত হামলা চালিয়ে দোকানে ভাঙচুর লুটপাট সহ জয়নালের উপর হামলা করে এবং তার ছেলেকে অপহরন করার চেষ্টা করার সময় স্হানীয় মানুষ সহ ৮ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতিবাদ প্রতিরোধের মুখে সন্ত্রাসিরা পালিয়ে যায়। পরবর্তিতে আইন শ্রৃঙ্খলা রক্ষাকারি বাহিনির সদস্য পুলিশ ঘটনাস্হলে গিয়ে ঘটনার চিহ্নিত আসামিদের ঘটানো ঘটনার তদন্ত করেছেন সত্যতা পেয়েছেন। আহত প্রাপ্ত নেতাকর্মীগন প্রাথমিক চিকিৎসাধীন অবস্হায় আছেন।
খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি ফরিদ-উদ-জাম্মান স্বাধীন এর পাঠানো এক প্রেসবার্তায় বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি পৌর শাখার সভাপতি জাবেদ হোসেন জানান, সন্ত্রাসীদের এহেন সন্ত্রাসি কর্মকান্ডের কারণে খাগড়াছড়ি পৌরবাসি সহ দলমত নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা প্রচন্ড ভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে প্রসাসনের সম্মানিত কর্মকর্তা মহোদয়বৃন্দকে উদাত্ত আহবান জানাচ্ছি,, অবিলম্বে সন্ত্রাসিদেরকে গ্রেফতার পুর্বক আইনের আওতায় নিয়ে এসে দ্রুততার সাথে ব্যাবস্হা গ্রহন করে ন্যায় বিচারকে সু-প্রতিষ্ঠিত করার সুযোগ দিয়ে দলমত নির্বিশেষে সকলের জানমালের নিরাপত্তা সু-নিশ্চিত করার জন্য আহবান জানাচ্ছি।
খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে এহেন সন্ত্রাসি কর্মকান্ডের বিরুদ্ধে তিব্রনিন্দা সহ প্রতিবাদ জানাচ্ছি। জনগনের সকলের জানমালের নিরাপত্তার স্বার্থে এলাকার সকলকে সযাগ ও সতর্ক থেকে যে কোন সন্ত্রাসি কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার স্বার্থে প্রস্তুুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।