খাগড়াছড়ির পানছড়িতে গাঁজাসহ তারা মিয়া (৫৫) নামের একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের মনু মিয়ার ছেলে।
জানা যায়, ১২ আগষ্ট বুধবার বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে ওসি মোঃ দুলাল হোসেনের নেতৃত্বে তাকে নিজ বাড়ি থেকে গাঁজাসহ আটক করা হয়।
পানছড়ি থানার ওসি মোঃ দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করি। এ ব্যাপারে পানছড়ি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।