1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীসহ ৩ জন বরখাস্ত - আলোকিত খাগড়াছড়ি

ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীসহ ৩ জন বরখাস্ত

  • প্রকাশিতঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ১৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

মিটফোর্ড হাসপাতাল থেকে চিকিৎসাধীন আসামি পলায়নের ঘটনায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীসহ ৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা করার কারণে আজ  শনিবার (২৯ আগস্ট) বিকেলে এ তিন জনকে বরখাস্ত করেছে কতৃপক্ষ।

এর আগে, শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে তিনজন কারারক্ষীকে ফাঁকি দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছেন এক কয়েদি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ তথ্যটি নিশ্চিত করেছেন। পলাতক ওই কয়েদির নাম মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি।

কারা সূত্র জানায়, পলাতক মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তিনজন কারারক্ষী সঙ্গে থাকার পরও কয়েদি মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ