নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল, মা ও শিশু হাসপাতাল সহ জেলার ৯টি উপজেলা হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেছে রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট।
৯ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর নেতৃত্বে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।
এসময় রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, জেলা সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপ্লব বড়ুয়া, মা ও শিশু হাসপাতালের ইনচার্জ সুপর্না দে, ইউনিট অফিসার আব্দুল গণি, আইসিআরসি প্রতিনিধি রাতুল চাকমা সহ রেডক্রিসেন্ট ও যুব রেডক্রিসেন্ট এর সদস্যগন উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে, হ্যান্ড গ্লাভস, পিপিই, গাম বুট, মাক্স, চশমা, তোয়ালে, প্লাস্টিক ড্রাম, বালতি, ফ্লোর ক্লিনার, কনটিনার বিতরন করা হয়।