নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে নিরাপদ খাদ্য আইনে চট্টগ্রামের মের্সাস সফি অয়েল এর মালিককে অর্থ সহ কারাদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত খাগড়াছড়ি এর মোরশেদুল আলম।
ডবল ডলফিন সরিষার তেল মোড়কীকরণের সময় মোড়কী করণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ না করার অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩২(গ) ধারায় আসামী চট্টগ্রামে অবস্থিত মেসার্স সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদ (৬২), পিতাঃ কাজী আহম্মেদ হাজী’কে ১ বছর কারাদন্ড এবং ২ লক্ষ টাকা অর্থদন্ডসহ অনাদায়ে আরো ৫ মাস জেল প্রদান করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত খাগড়াছড়ি এর মোরশেদুল আলম এই রায় ঘোষণা করেন বলে জানা যায়।
উল্লেখ্য যে, গত ২৯ ডিসেম্বর ২০১৯ইং তারিখে মহালছড়ির উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা মহালছড়ি বাজারে অভিযান পরিচালনা করার সময় শাহদাৎ স্টোরে ডলফিন সরিষার তেল মোড়কীকরণের সময় মোড়কী করণের তারিখ, উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ সুস্পষ্টভাবে লিপিবদ্ধ না পেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত খাগড়াছড়ি পার্বত্য জেলায় সফি অয়েল মিলস এর মালিক জাফর আহম্মদ এর বিরুদ্ধে ২১ জানুয়ারি ২০২০ ইং তারিখে নিরাপদ খাদ্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং – ১১/২০২০, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩২ (গ) ধারা।
আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার এই মামলার রায় হয়েছে বলে নিশ্চিত করেছেন মামলার বাদি মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের স্যানিটারি পরিদর্শক সুরেশ চাকমা।
তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল কারীদের বিরুদ্ধে আগেও অভিযান পরিচালনা করা হয়েছে, এখন ও চলমান রয়েছে, ভবিষ্যতে ও থাকবে। খাদ্যে ভেজাল কারীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। খাগড়াছড়ি জেলায় ইহাই প্রথম কোন খাদ্য মামলা যা, উক্ত আইনে কোন ব্যক্তির সাজা হয় বলেও জানান তিনি।