1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী ও র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস, আটক ১ - আলোকিত খাগড়াছড়ি

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনী ও র‍্যাব এর অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস, আটক ১

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম হাতিয়াছড়া পাহাড়ি এলাকায় সেনাবাহিনী ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজার গাছ ধ্বংস ও ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জুসি চাকমা (১৯)। সে লক্ষীছড়ি সদর ইউপির ৭ নং ওয়ার্ডের বাসিন্দা সুনীতি বিকাশ চাকমার সন্তান।
র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা চাষের তথ্য পেয়ে ২১ অক্টোবর লক্ষ্মীছড়ি উপজেলার দূর্গম হাতিয়াছরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ী জুসি চাকমা (১৯) পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই গাঁজা চাষ করার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার চাষকৃত ৩টি আবাদি মোট ৬৫ শতাংশ জমিতে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা চাষাবাদ অবস্থায় পাওয়া যায়। গাঁজা চাষকৃত জমিতে প্রায় ৪ হাজার এর অধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।
অভিযান পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি জুসি চাকমা(১৯) কে লক্ষ্মীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীছড়ি থানার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, মাদক ব্যবসায়ী জুসি চাকমার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামীকে কোর্টে চালান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ