1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গায় ৬ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গায় ৬ মন্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। ষষ্ঠী বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ৫ দিন ব্যাপী চলবে এ উৎসব।

বৃহস্পতিবার থেকে উৎসবমুখর পরিবেশে উৎসবের এই আমেজ শুরু হয়। এদিকে দুর্গোৎসবকে ঘিরে পূজা মন্ডপগুলোকে আকর্ষনীয় করে তোলা হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার বিকালে ক্রমাগত গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেও পূজা মন্ডপগুলোতে দর্শনার্থীর ভীড় লক্ষ করা যায়।

মাটিরাঙ্গা উপজেলার পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। এ বছর মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,মাটিরাঙ্গা বলিটিলা শংকর মঠ ও গীতা আশ্রম,ডাকবাংলা সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির,লাইফু কার্বারী পাড়া জগন্নাথ মন্দির,তাইন্দং লাকু হেডম্যান পাড়া হরি মন্দির,গোমতি কেন্দ্রীয় শ্রী শ্রী কালী ও জগন্নাথ মন্দিরে চলছে শারদীয় দূর্গাউৎসবের আমেজ। আজ এ উৎসবের সপ্তমী। ২৬ শে অক্টোবর দশমীর দিনে দূর্গা বিসর্জনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক,প্রশান্ত কুমার শাহা বলেন,প্রতি বছরের মতো এবারেও প্রশাসনের নির্দেশনুযায়ী যথাযথ নিয়ম অনুসরণ করে সুন্দর পরিবেশে পূজা উৎসব শুরু হয়েছেে। উপজেলা প্রশাসন কর্তৃক যথাযথ নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া এ বছর করোনা সংক্রমন এড়াতে সাস্থবিধি ও সামাজিক দুরত্ব অনুসরন করে আমরা পূজা উদযাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ