1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত - আলোকিত খাগড়াছড়ি

পানছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে
Exif_JPEG_420
পানছড়ি প্রতিনিধিঃ
‘মুজিব বর্ষের মূলমন্ত্র,কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির পানছড়িতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২০।
৩১ অক্টোবর শনিবার সকাল ১০টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা থেকে  র‌্যালি বের হয়ে পরে আবার থানা হলরুমে আলোচনা সভার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো.দুলাল হোসেন এর সভাপতিত্বে এবং পানছড়ি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান এর সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাবেক সভাপতি বাহার মিয়া, প্রেসক্লাবের সভাপতি জয়নাথ দেব, সদর ৩নং ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,৪ নং ওয়ার্ডের মেম্বার মতিউর রহমান এবং পানছড়ির বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পুলিশিং কমিটির সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ।
পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ জনাব মো.দুলাল হোসেন সভাপতির বক্তব্যে তিনি সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় তিনি কমিউনিটি পুলিশের কাজ কি হবে, সমাজের জন্য কি করণীয় আছে, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ