1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়ির এই কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ই বাংলাদেশের প্রথম কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়ির এই কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ই বাংলাদেশের প্রথম কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়

  • প্রকাশিতঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির এই কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ই বাংলাদেশের প্রথম কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়। কালেক্টরেট বিদ্যালয় অনেক জায়গায় আছে কিন্তু কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় দেশে এটাই প্রথম। এর আগে বাংলাদেশের আর কোথাও কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি।
বুধবার (৪ নভেম্বর) খাগড়াছড়ি জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে এসে এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো: আবুল কাশেম মহিউদ্দিন।
তিনি বলেন, প্রতিবন্ধীরাও আমাদের দেশের সম্পদ। সঠিকচর্চার মাধ্যমে তাদের গড়ে তুলতে পারলে তারাও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করায় জেলা প্রশাসকের ভুয়সী প্রশংসা করে তিনি কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, মানবিক দৃষ্টিকোন থেকেই এই কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিদ্যালয়ে বর্তমানে ২২ জন শিক্ষক/কর্মচারী রয়েছেন এবং ১৯৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থী লেখাপড়া করছে। এখনো বিদ্যালয়টিতে প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জাম, প্রতিবন্ধীদের চিকিৎসা ও অন্যান্য সহায়ক উপকরণসহ অনেক কিছুর অভাব রয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ব্যবসায়ী নেতা সুদর্শন দত্ত, বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মারজিয়া বেগম প্রমুখ।
পরিদর্শনকালে অতিরিক্ত সচিবের সফরসঙ্গী হিসেবে উপসচিব কেএম মনিরুজ্জামান, উপসচিব মো: জসিম উদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ