1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মানিকছড়িতে পিতা কর্তৃক জমজ ২ শিশু ধর্ষিত - আলোকিত খাগড়াছড়ি

মানিকছড়িতে পিতা কর্তৃক জমজ ২ শিশু ধর্ষিত

  • প্রকাশিতঃ রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মানিকছড়িতে লম্পট পিতা কর্তৃক ১১ বছরের জমজ দুই বোন ধর্ষণের শিকার হয়েছেন। লম্পট পিতার নাম নুরুল আলম ওরফে আলম (৫২)। সে মানিকছড়ির গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লম্পট নুরুল আলম ওরফে আলমের (৫২) পূর্ব থেকেই চারিত্রিক সমস্যা ছিল। সে বিয়ের পরেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অসামাজিক কাজে লিপ্ত হত। এ কারণে পারিবারিক কলহে ২০১৪ সালে তার স্ত্রী আত্মহত্যা করে মারা যান। এরপর তার জমজ ২ বোন নানির সাথে বসবাস করতে থাকে। এক পর্যায়ে লম্পট পিতা নানিকে তাড়িয়ে দিয়ে মেয়েদেরকে নিজের কাছে রেখে ধর্ষণ করে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমির হোসেন বলেন, সে গত ২ তারিখ এক মেয়েকে এবং ৩ তারিখ অপর মেয়েকে ধর্ষণ করে। কাউকে কিছু না বলতে এ সময় সে মেয়েদের ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে জমজ ২ বোন বাবা কর্তৃক ধর্ষণের ঘটনাটি তাদের নানিকে জানালে নানি ওদের নিয়ে থানায় আসলে ঘটনাটি জানাজানি হয়। এরপর আমরা লম্পট পিতা নুরুল আলম ওরফে আলম (৫২) কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি। আগামীকাল আমরা লম্পট পিতার রিমান্ড চাইব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ