1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
খাগড়াছড়িতে পাহাড়ি জমিতে উপকারী নভেল বেসিলাস (ব্যাকটেরিয়া) প্রয়োগে প্রশিক্ষণ অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

খাগড়াছড়িতে পাহাড়ি জমিতে উপকারী নভেল বেসিলাস (ব্যাকটেরিয়া) প্রয়োগে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
কৃষিতে নভেল বেসিলাস এর ব্যবহার এবং প্রয়োগ নিয়ে পাহাডী কৃষিতে এবার নতুনভাবে যোগ হলো উপকারী নভেল ব্যাক্টেরিয়া।ব্যাক্টেরিয়ার জীবন ব্যবস্থাপনা, সংরক্ষণ, নামকরণ এবং কৃষিতে উপকারী নভেল বেসিলাস এর ব্যবহার প্রয়োগ এবং বেগুনের ঢলে পড়া রোগ দমনে পানি ব্যবস্থাপনা নিয়ে বেসিলাস পরিবারের কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।
বুধবার দুপুরে খাগড়াছড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট কেন্দ্রে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমদ এর সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মালেক এর সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভিদ রোগতত্ত্বের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ ইকবাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণের মুল প্রবন্ধ তুলে ধরেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মসূচি পরিচালক ড. মোঃ তোফাজ্জল হোসেন রনি। এতে প্রশিক্ষক হিসেবে অংশ নেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোক্তাদির আলম।
প্রশিক্ষণ চলাকালে প্রধান অতিথি ড. মো. ইকবাল ফারুক বলেন, নভেল বেসিলাস এর প্রয়োগ একটি নতুন বিষয় যার উপর আরো জোড়ালো গবেষণা করতে হবে। সারা দেশ ব্যাপী পরিবেশ বান্ধব নভেল বেসিলাস কৃষকের কাছে সহজ ভাবে পৌছে দিতে হবে। অঞ্চল ভিত্তিক এই গবেষণার কার্যক্রম বাড়ানো হবে।
প্রধান আলোচক ড. মোঃ তোফাজ্জল হোসেন রনি ব্যাক্টেরিয়ার জীবন ব্যবস্থাপনা, সংরক্ষণ, নামকরণ এবং কৃষিতে উপকারী বেসিলাস এর ব্যবহার প্রয়োগ এবং ঢলে পড়া রোগ দমনে পানি ব্যবস্থাপনা নিয়ে বেসিলাস পরিবারের কৃষকদের মাঝে বিস্তর আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে ড. মুন্সী রাশীদ আহমদ বলেন, উপকারি নভেল বেসিলাস ক্ষতিকর জীবাণু কে বাধা দিয়ে গাছের নালি পথকে সচল রাখে ফলে ঢলে পড়া রোগ প্রতিরোধ সহজ হবে। আমদের দেশে কোন ফরমোলেশন পণ্য নেই। বড় আকারে বায়ো-সেন্টার করে এ ধরনের কাজকে অগ্রাধিকার দিতে হবে। প্রতিবেশি বহু দেশেই আজ বায়োফার্মোন্টারের মাধ্যমে এই কাজ চলছে। আমাদের দেশে তা এখনও গড়ে ওঠেনি। সুতরাং কৃষিবিদদের আজ ভাবতে হবে।
পরে প্রধান অতিথি কর্মসূচি পরিচালক আগুন্তক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ, বেসিলাস উপকরন হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ