1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
যথাযথ মর্যাদায় দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - আলোকিত খাগড়াছড়ি

যথাযথ মর্যাদায় দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশিতঃ সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খাগড়াছড়ির দীঘিনালায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দে,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান, উপজেলা ইউআরসি মোঃ মাঈনুদ্দিন।
এসময় বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী পদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সীমিত পরিসরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পণ, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ কাশেম’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ