1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মহালছড়ির সেনা সদস্য কর্পোরাল দোলাপ্রু মারমাকে সেনাবাহিনী কতৃক মরণোত্তর সালাম প্রদান - আলোকিত খাগড়াছড়ি

মহালছড়ির সেনা সদস্য কর্পোরাল দোলাপ্রু মারমাকে সেনাবাহিনী কতৃক মরণোত্তর সালাম প্রদান

  • প্রকাশিতঃ শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ির মহালছড়িতে মৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য কর্পোরাল দোলাপ্রু মারমাকে সেনাবাহিনী কর্তৃক মরণোত্তর সালাম প্রদান করা হয়েছে।
১৯ ডিসেম্বর শনিবার ২৪ মাইল এলাকায় মহালছড়ি জোনের সেনাবাহিনী কর্পোরাল  দোলাপ্রু মারমাকে মরণোত্তর সালাম প্রদান করে।
১৯ ডিসেম্বর শনিবার সকালের দিকে কর্পোরাল (অবঃ) দোলাপ্রু মারমা(৭০), পিতাঃ মৃত উলাপ্র মারমা, মহালছড়ির ২৪ মাইল এলাকার নিজ বাড়িতে বার্ধক্যজনিক কারণে মৃত্যুবরণ করেন।
অবসরপ্রাপ্ত মৃত সেনাসদস্যকে সেনাবাহিনীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানাতে মহালছড়ি জোন কর্তৃক আনুষ্ঠানিকভাবে মরণত্তোর সালামসহ অন্তোষ্টিক্রিয়ার সকল অনুষ্ঠান পরিচালনা করা হয়। এসময় তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করা হয়। উক্ত কার্যক্রমের জন্য মৃতের পরিবারবর্গ সন্তুষ্টি ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালীন সেনাবাহিনীর অফিসার সহ এলাকার গন্যমান্য ব্যক্তি, মৃত সেনা সদস্যের পরিবার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্পোরাল দোলাপ্রু মারমা ১৯৭৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আর্টিলারি কোর এ সৈনিক পদে যোগদান করেন এবং ১৯৯৪ সালে কর্পোরাল পদবীতে ৫ এডি রেজিমেন্ট আর্টিলারী হতে অবসর গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ