নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাংবাদিক নামধারী আবদুল জলিল (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আবদুল জলিল উপজেলার লেমুছড়ির কাটিংটিলা এলাকার জয়নাল আবেদিনের ছেলে। ২৬ ডিসেম্বর রাত্রে তাকে আটক করা হয়। সে নিজেকে বর্তমান কথা ও জবস টিভির সাংবাদিক পরিচয় দেয় বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের মহালছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণিতে পড়ুয়া এক নাবালিকাকে(১৫) সাংবাদিক বানিয়ে দেওয়া সহ বিয়ে করার প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে ঢাকা থেকে আগত বড় মাপের খ্যাতিমান সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সের নাম করে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আসামি আবদুল জলিল।
উপরোক্ত ঘটনায় ভিকটিমের মাতা নিজে বাদী হয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন।
খাগড়াছড়ি সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০ এর ৯/৪(খ) ধারায় মামলা দায়ের করা হয় বলে জানা গেছে। মামলা নং-০৬, তারিখঃ- ২৬/১২/২০২০ইং।
মামলা হওয়ার পর মহালছড়ি থানার এসআই মোঃ শেখ ফরিদ ও মোঃ শেখ ইফতেখার মাহমুদ এবং এস আই মোঃ হারুণ অর রশিদ এর সম্মিলিত ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধী মোঃ আব্দুল জলিলকে আটক করে। রাতেই আসামী আব্দুল জলিলকে বিধি মোতাবেক সদর থানা খাগড়াছড়িতে হস্তান্তর করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) গোলাম আফসার বলেন, আসামি ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছে। আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।