1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
বাবুপাড়া সুইসগেইটের নিচে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করলো যুব সমাজ - আলোকিত খাগড়াছড়ি

বাবুপাড়া সুইসগেইটের নিচে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করলো যুব সমাজ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২২ বার পড়া হয়েছে
মহালছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি বাবুপাড়া গ্রামের প্রবেশ মুখে সুইস গেইটের নিচে নদীতে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করলো বাবুপাড়া যুব সমাজ।
২৯ ডিসেম্বর মংঙ্গলবার সকাল ১০ টার দিকে শান্তি দ্বীপ চাকমা (পম্পু) উদ্যোগে সুইসগেইটের নিচে নদীতে পড়ে থাকা প্লাস্টিকের থালা বাসন গুলো উপরে তুলে এনে ময়লা-আবর্জনা সহ আগুনে পুড়িয়ে পরিষ্কার করলো বাবুপাড়া যুবসমাজ।
এই বিষয়ে পম্পু চাকমার সাথে কথা বললে তিনি জানান, বাবুপাড়া বাসী সহ মহালছড়ির বিভিন্ন এলাকার লোকজন বিকালের দিকে সুইসগেইটে এসে সময় কাটায়। সুইসগেইটের চারিদিকে খোলামেলা হওয়ায় এখানে সবাই নির্মল বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসে। তাছাড়া প্রতিদিন শত শত লোকজন সুইসগেইট দিয়ে আসা যাওয়া করে। তিনি আরো বলেন সুইসগেইটের নিচে নদীতে পড়ে থাকা প্লাস্টিকের থালা বাসন সহ বিভিন্ন ময়লা আবর্জনা গুলো দেখতে খারাপ লাগে, তাছাড়া এগুলো থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে বলে জানান তিনি। এই জন্য তিনি নিজের উদ্যোগে কয়েক জন বন্ধুবান্ধবকে সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন বলে জানান তিনি।
এলাকার মুরুব্বিরা যুব সমাজের এই রকম উদ্যোগের জন্য তাদেরকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন। এলাকাবাসী বলেন, শুধু যুব সমাজকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হলে হবে না। এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে। কোন ময়লা কখন, কোথায় ফেলতে হবে, কি করতে হবে এই বিষয়ে সবাইকে সচেতন থাকা ও মেনে চলার আহবান জানান তারা। তারা আরো বলেন বাবুপাড়া গ্রাম তথা পুরো মহালছড়িকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নৈতিক দায়িত্ব আমাদের সবার।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ