1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
দীঘিনালায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ - আলোকিত খাগড়াছড়ি

দীঘিনালায় শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা প্রশাসকের উদ্যোগে দীঘিনালায় শীর্তাত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে দীঘিনালার সীমানা পাড়া বিদ্যালয় মাঠে তৈদুপাড়া, ঝরনাপাড়া, মিলন কার্বারি, সীমানা পাড়া, রথীচন্দ্র কার্বারি পাড়া এলাকার হত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় প্রায় ৩ শতাধিক শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পৌষের কনকনে শীতে কম্বল পেয়ে অত্যন্ত খুশি হন দরিদ্র মানুষগুলো।

কম্বল বিতরণকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘পার্বত্য এলাকায় শীতের প্রকোপ বেশি । প্রতিবছরই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবছর প্রথম পর্যায়ে পুরো জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে ১৮ হাজার ৫শ কম্বল বিতরণ করা হয়েছে । পর্যায়েক্রমে আরো কম্বল বিতরণ করা হবে। ’

এসময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ, স্থানীয় কাবার্রী ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ