নিজস্ব প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা প্রদান।
আজ ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন সকল জোনের ন্যায় খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগেও প্যারাছড়া এলাকায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ ও মেডিক্যাল ক্যাম্পেইনের সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা। এসময় খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিতরণ স্থল ও মেডিকেল ক্যাম্পেইন এলাকা ঘুরে দেখা যায়, করোনা প্রতিরোধে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এলাকার মোট ১৪০ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে এইসব শীতবস্ত্র ও কম্বল তুলে দেয়া হয়। এছাড়া প্রায় ২৫০ জন সাধারণ মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
সাধারণ মানুষ খাগড়াছড়ি রিজিয়নের এমন মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দিত। তাদের প্রত্যাশা ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এইভাবে তাদের পাশে থাকুক।