নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়িতে ইট ভাটার জন্য অবৈধভাবে মাটিকাটার অপরাধে মোস্তফা ব্রিকফিল্ডের মালিক মো. মোস্তফাকে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সকাল ১০ জেলা সদরের গুগড়াছড়িস্থ মোস্তফা ব্রীকফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামানন্দ কুন্ড। অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক উপধারায় এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্যামানন্দ কুন্ড বলেন, অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কেটে নেওয়ায় ভাটা মালিককে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান রয়েছে। ইটভাটার পরিবেশ দূষণ, ইট ভাটায় কাঠপোড়ানোর বিরোধী ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।