1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা সেনা জোনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ২১ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনা জোনে জোন নিয়ন্ত্রিত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮জানুয়ারী ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মোহসীন হাসান।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল মো. মোহসীন হাসান পৌর নির্বাচনে আচরনবিধি মেনে চলার আহবান জানিয়ে অতিরিক্ত শব্দ দুষণ পরিহার পূর্বক একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট কারীদের ছাড় দেয়া হবে না। আইনের বাহিরে গিয়ে দেশের বিরুদ্ধে অনৈতিক কিছু করা অন্যায়। যারা দেশের শত্রু তারাই অস্থীতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। সঠিক তথ্যদাতাকে পুরষ্কারের ঘোষণা দিয়ে সেনাবাহিনী কে প্রকৃত তথ্য দেয়ার আহবান জানান তিনি।

প্রায় দুই ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরণজয় ত্রিপুরা, পৌর মেয়র মোঃ সামছুল হক, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা বাজার ব্যাবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ মজুমদার, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর এমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে জোনাল ষ্টাফ অফিসার মেজর মো.আরিফুর দৌলা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মো.খায়রুল আলম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলরবৃন্দ, হেডম্যান-কার্বারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ