1. m.a.roufekhc1@gmail.com : alokitokha :
মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা - আলোকিত খাগড়াছড়ি

মাটিরাঙ্গা পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪ বার পড়া হয়েছে

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৪র্থ ধাপে অনুষ্ঠিতব্য ১৪ ফেব্রুয়ারী পৌর নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১ ফেব্রুয়ারী বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা  উপজেলা নির্বাচন অফিস অনুষ্ঠানটি  আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশরাফুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাইদ মজুমদার, বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো.রাজু আহমেদ প্রমুখ বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পৌর নির্বাচন কে ঘিরে শঙ্কা, বিভিন্ন অভিযোগ, প্রশ্ন ও নির্বাচন সংশিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত ব্যাক্ত করেন।

সভায় খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবু সাইদ মজুমদার বলেন, পুরো নির্বাচনি এলাকাসমুহকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারবে। গোপন কক্ষ্যে ভোট গ্রহণ বাধ্যতামুলক উল্লেখ করে তিনি আরো বলেন, কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে, তাছাড়া জনগণের চলাচল পথকে রোধ করে কোন ধরণের পথসভা করা যাবে না।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান বলেন, আমরা ইতিমধ্যে খাগড়াছড়ি পৌর নির্বাচন সম্পন্ন করেছি। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মাটিরাঙ্গায় একটি সুষ্ঠু নির্বাচন করা হবে। ৪, ৮, ১, ২নং কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হচ্ছে। বহিরাগতদের নির্বাচনে প্রভাব বিস্তারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, কোন ধরণের অপ্রীতিকর ঘটনা মেনে নেয়া হবে না।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার মো.রাজু আহমেদ নির্বাচনের আচরন বিধিরগুরুত্ব উল্লেখ করে বলেন, নির্বাচন অবাধ,সুষ্ঠু,ও নিরপেক্ষ হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছি। তিনি আরো বলেন,ভোট সকলের সামনে কোনমতেই দেয়া যাবে না। তাছাড়া কোনমতেই  ভোটগ্রহণ সংশিষ্টদের মোবাইল নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

সভায় অন্যাদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার তৃলা দেব,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আলী,পৌর নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীগণ,সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ